- Home
- -
- Library

আমাদের লাইব্রেরি
লাইব্রেরি প্রয়োজনীয়তা
আমাদের স্কুল লাইব্রেরিটি বেশ পুরোনো। স্কুলের প্রতিষ্ঠালগ্নেই এটি প্রতিষ্ঠিত হয়। প্রায় পাঁচ হাজার বই, দেশি-বিদেশি পত্রপত্রিকার এক সমৃদ্ধ সংগ্রহশালা এটি। চারটি সারিতে ছাত্রছাত্রীরা বসে পড়তে পারে। শিক্ষকদের বসার ব্যবস্থাটাও দারুণ। বহিরাগত পাঠকেরা এখান থেকে বই ধার করে নিয়ে যান। সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত লাইব্রেরিটি খোলা থাকে। আগে স্কুল ভবনে থাকলেও এখন লাইব্রেরিটির জমি তার নিজস্ব। অনেক গণ্যমান্য ব্যক্তি এর সদস্য। প্রতিবছর একটি সাহিত্য সাময়িকী প্রকাশ হয় এখান থেকে। আমার ছাত্রছাত্রীরা এখান থেকেই স্বপ্ন সাজায় ভবিষ্যতের। প্রধান শিক্ষক সবকিছু পরিচালনা করেন। তবে বাংলা বিভাগের শিক্ষক লাইব্রেরির তত্ত্বাবধান করে থাকেন। এটি আমাদের সবার গর্ব।