- Home
- -
- Principal's Message
অধ্যক্ষের বাণী
ভৈরব উপজেলা কমপ্লেক্সের অভ্যন্তরে নির্মল ও স্নিগ্ধ পরিবেশে অবস্থিত বিয়াম ল্যাবরেটরী স্কুল, ভৈরব যা এ অঞ্চলের শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অত্র উপজেলার কর্মকর্তা-কর্মচারী, এলাকার সমাজ হিতৈষী ও বিদ্যানুরাগী ব্যক্তিবর্গের প্রচেষ্টায় ২০০৯ সালে এ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। দুই শিফটে পরিচালিত প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩২০। বর্তমানে ২২ জন শিক্ষক ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা উপকরণ ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি সহ সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শ্রেণি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিকবোধ ও দেশাত্ববোধকে জাগ্রত করে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য বিদ্যালয়ে ড্রয়িং ও সংগীত শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি অনুপস্থিতি ও রেজাল্টের সার্বিক তথ্য এসএমএস এর মাধ্যমে অভিভাবকদের জানানোর ব্যবস্থা করা হয়েছে। বিগত তিন বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয়ে পাশের হার শতভাগ । অভিভাবকগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাদের সন্তানদেরকে আমাদের হাতে অর্পণ করেছেন আশাকরি, পরিচালনা পর্ষদ, এলাকাবাসী ও সম্মানীত অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতায় আগামী ২০১৯ সনের মধ্যে এই বিদ্যালয়টি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। বিদ্যালয়ের মান উন্নয়নে অভিভাকদের যে কোন পরামর্শ কৃতজ্ঞতার সাথে গৃহীত হবে। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
অধ্যক্ষের প্রজ্ঞাপন
বিয়াম ল্যাবরেটরী স্কুল, ভৈরব । আমি এই প্রবিদ্যাপীঠ এর সাথে জরিত থেকে গর্ব বোধ করি। মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন হল শিক্ষা । শিক্ষার প্রথম এবং প্রধান কাজ হল পরিবেশের সাথে শিক্ষার্থীর সংগতি বিধান করা । শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ের কোন বিকল্প নেই